দুষ্টা স্বামীকে বশিভুত করনঃ


দুষ্টা স্বামীকে বশিভুত করনঃ

সিন্দুর সিন্দুর চিনা সিন্দুর

কামরূপ কামাখ্যায় তোমার বসতি

আমার এই সিন্দুর পড়া

অমুকীর কপালে লাগাই ফোটা

অমুকি হয় বোকা পাঠা

আমার এই সিন্দুর পড়া যদি লংগন হয়

মহেশ্বরের জটা খশি উমস পদে পড়য়।

হারির ঝি চন্ডির আঞ্জে

আমার এ সিন্দুর পড়া অমুকীকে শীঘ্র লাগ।।


নিয়মঃ প্রথমে শনিবার একটি কোলা ব্যাঙ ধরবে । তারপর কিছু সিন্দুরের উপর উক্ত মন্ত্র ৭ বার পড়ে ফু দিয়ে ব্যাঙের মাথায় দিবে । তারপর উহা নিজ সিথিতে পরে স্বামিকে দর্শন দিলে স্বামী বশীভুত হবে এবং স্ত্রীর আঞ্জা পালনে আর অবহেলা করবে না ।


 

Post a Comment

أحدث أقدم

এখানে ক্লিক করে বই ডাউনলোড করুন