অভিলাষিত নারীকে আকর্ষণ
পছন্দের নারীকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য উক্ত যন্ত্র প্রয়োগ করতে হবে। কোন শুভদিনে যন্ত্রটি ভূর্জপত্রে সাপের রক্ত ও গোরোচনা মিশ্রণ দ্বারা
মদন বৃক্ষের শাখার কলমে লিখবেন। তৎপর যে নারীকে আকর্ষণ করতে হবে মাটি দিয়ে তার একটি কল্পিত
মূর্তি তৈরি করে যন্ত্রটি মূর্তির হৃদয় স্থানে স্থাপন কারবেন। তারপর লাল চন্দন ও লাল ফুল দ্বারা ওই যন্ত্রকে ২১ দিন নিয়মিত ভাবে পূজা করতে হবে। এর প্রভাবে অভিলাষিত নারী আপনার প্রতি আকৃষ্ট হবে এবং তাকে লাভ করবেন।
যন্ত্র লেখার আগে একটি বিষয় লক্ষ্য করুন। যন্ত্রের চিত্রে ওঁ হ্রীং বীজাক্ষরের পরে দে ব দ ও ব শ এই অক্ষরগুলো রয়েছে। এই অক্ষর গুলোর বদলে আপনি পছন্দের নারীর নামের অক্ষরগুলি যন্ত্রে সম্পুট করবেন।
যেমন নারীর নাম যদি অনিন্দিতা হয়, তাহলে লিখবেন—ওঁ হ্রীং অ হ্রীং নি হ্রীং ন্দি হ্রীং তা হ্রীং ব হ্লীং শ হ্রীং ইত্যাদি। এভাবে উল্লিখিত নারীর নাম যন্ত্র মধ্যে স্থাপন করলে অভিলাষিত ফল লাভ করবেন।
নকশা এইঃ
একটি মন্তব্য পোস্ট করুন