সাপের বিষ পরিক্ষা করার হাত চালানী মন্ত্রঃ

 


সাপের বিষ পরিক্ষা করার হাত চালানী মন্ত্রঃ


হাত চালুম হাতুনি চালুম

কাটে পাটে দেবি চালুম

জয় দুর্গা ভবানী চালুম

চল হাত চল যেখানে

সাপের বিষ যেখানে বিল চল

সাপের বিষ থাকতে

যদি মিথ্যা কথা কস

ভাদ্র মাসের বাঁশ চোরের

মার্গে চলে যাস

(তিন দফা পড়িতে হইবে)

নিয়মঃ মন্ত্রটি ভালমত শিক্ষা করা দরকার । সাপের কামড়ের রোগী পরীক্ষা করার জন্য মন্ত্রটি প্রযোজ্য । কাউকে সাপে কামড় দিলে বিষ কোন জায়গা পর্যন্ত উঠিয়াছে তাহা পরীক্ষা করার জন্য তুলা রাশির মানুষের হাত মাটির উপড়ে রাখিয়া হাতের উপর ফু দিলে হাত চলিয়া যাইবে । যখন দেখিবে সাপের রোগীর শরিরে হাত না উঠে অন্য দিকে যায় তখন বুঝিতে হইবে রোগীর শরিরে বিষ নাই ।

Post a Comment

أحدث أقدم

এখানে ক্লিক করে বই ডাউনলোড করুন