যাদুকর কিংবা দক্ষ ওঝা হইবার বিশেষ আমল

যাদুকর কিংবা দক্ষ ওঝা হইবার বিশেষ আমলঃ--

যে মাসে শুক্রবার সন্ধ্যায় চন্দ্র উদিত হয়। সে মাসের সেই শুক্রবার দিবাগত রাত্রে নিদ্রা যাওয়ার পূর্বে একশত বার বিসমিল্লাহির রাহমানির রহিম পড়িবে । তারপর ১১ বার দরুদ পড়িয়া ১১ বার করিয়া সুরা নাছ ও সুরা ফালাক পড়িবে । তারপর ৩৩বার ইয়া কাজিউ ও ৩৩ বার ইয়া মুজিবু এসেম দুইটি পাঠ করিবে । এইভাবে একাধারে সাতদিন রাত্রে আমল করিয়া অষ্টম রাত্রে নিদ্রা যাওয়ার আগে ৩৩ বার "হাছবুনাল্লাহু নেমাল ওয়াকীল নেমাল মাওলা অনেমাল্লাছীর" কালামটি পাঠ করিয়া ৩৩ বার "আল্লাহুস্মাক বিল হাজাতী বিহুরমাতি ছাইইয়্যিদিল আবরার" কালামটি পাঠ করিবে ।

এই আমল করার পরে যাদু ঘটিত বা ওঝালী কার্য শুরু করিলে সাফল্য অর্জন করা সহজ সাধ্য হইবে ।


 

Post a Comment

নবীনতর পূর্বতন

এখানে ক্লিক করে বই ডাউনলোড করুন