শুক্র গাঢ় ও বৃদ্ধি করিবার তদবীর

শুক্র গাঢ় ও বৃদ্ধি করিবার তদবীরঃ

 

বাব্লার কচি পাতা ক পোয়া, কাশির চিনি এক পোয়া,সাদা ধুনা এক পোয়া __ এই সকল দ্রব্য পিষিয়া একসঙ্গে করিবে। প্রতিদিন সকালে এক তোলা পরিমান লইয়া গরম দুধে পান করিবে । এবং একটি বাতাসা ছিদ্র করিয়া উহার মধ্যে সাত ফোটা ছাগদুদ্ধ দিয়া সেবন করিবে । কিন্তু শাক,অম্ল,ডাইল খাইবে না । আর স্ত্রী সহবাস হইতে পৃথক থাকিবে । পরে শরীরে বল পাইলে রতি শক্তি বৃদ্ধি হইলে সহ্যমত স্ত্রী গমন করিলে ক্ষতিগ্রস্ত হইতে হইবে না । পুরুষ সহ্যগুন না থাকিলে এইরূপ দুর্দশা ভোগ করিতে হয় ।।

দ্বিতীয় তদবীরঃ

ডুমুরের শিকড়ের ছাল পাঁচ তোলা, ছোট গোক্ষুর পাঁচ তোলা, কামাক গোটার শ্বাস (মগজ) পাঁচ তোলা, ভুফলি এক তোলা, তখমা ছুরয়ানি এক তোলা , বিজবন্ধ এক তোলা, চিনাগন্ধ এক তোলা __ এই সকল দ্রব্য কুটিয়া কাপড়ে চালিয়া ফাকি করিয়া রাখিবে । সকালে এক তোলা পরিমান কাচা গরুর দুধের সহিত সেবন করিবেযদি সর্দি বেশি হয় গরম দুধের সহিত খাইবে ।

 


1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

এখানে ক্লিক করে বই ডাউনলোড করুন