১। নিজেকে সাপে কামড় দিলে তাহার ব্যাবস্থা করার মন্ত্রঃ
থুরু বুরু বিষ
থুরু বুরু খাস,
থুরু বুরু খাইয়া বিষ
বশ্য হইয়া যাস,
দোহাই মা পদ্দ্যা
দোহাই মা পদ্দ্যা
দোহাই ঈশ্বর করনী
দোহাই মোনাইশা দেবি ।।
("ছু নাম" তিনবার বলিতে হবে)
নিয়মঃ মন্ত্রটি রবিবার ও বৃহস্পতিবার বাদ
দিয়ে অন্য যে কোন দিন শিক্ষা করিতে হইবে । ডান পায়ে নিজেকে সাপে কামড় দিলে একটু
থুথু হাতে লইয়া বাম পায়ে মন্ত্রটি পাঠ করিয়া নিম্ন দিকে মালিশ করতে হবে । আর বাম
পায়ে সাপে কামড় দিলে ডান পায়ে উপরোক্ত নিয়মে তিন দফা থুথু দিতে হবে । নিয়মিত কাজ
করিতে পারিলে আল্লাহর রহমতে যে সাপেই কামড় দেয় না কেন সাপের বিষ কার্যকরী হবে না
।।
বিঃদ্রঃ বর্তমান যুগে এই তন্ত্র
মন্ত্র দিয়ে কেউ কাজ করে না । তাই রিক্স না নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা
করা ভালো ।
একটি মন্তব্য পোস্ট করুন