আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ আমল সেয়ার করব । যা অনেকের সম্যসা হয়ে দাঁড়ায় । আমাকে অনেক মেয়েরা মেসেজ করে জানায় তাদের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না । অনেকে বিয়ে ভেঙ্গে দেয় । আবার বিয়ে করতে এসে ছেলে পক্ষ পরে আর যোগাযোগ করে না । এই মতো অনেক সম্যসা হয় । আজকে আমি আপনাদের এমন একটি নকশা এবং গুরু বিদ্যা টোটকা শিখাব কাজ করলে সেদিন বিয়ে হয়ে যেতে পারে ছেলে পক্ষ বিয়ে দিতে রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ ।
এই নকশাটি হাড়ের চিরুনির উপর অঙ্কিত করিয়া যে মেয়ের বিবাহ হয় না । তাহাকে মাথা আচড়াতে দিবে । আল্লাহর ফজলে অল্প দিনের মধ্যে বিবাহ হইবে ।
বিবাহ হওয়ার গুরু বিদ্যা টোটকাঃ
যে মেয়ের বিবাহ হয় না তাকে যেদিন ছেলে পক্ষ দেখতে আসবে । সেদিন যে খাবার গুলো ছেলে পক্ষকে খেতে দেওয়া হয় সেই খাবারে , যে মেয়েকে দেখতে আসবে সেই মেয়েকে খাবার এঁটো করে দিতে দিবে । যেমন পানি খেতে দিলে মেয়েকে সব পানি মুখে নিয়ে কুলি করে খেতে দিতে হবে । ভাত খেতে দিলে ভাত মুখে নিয়ে উগলে দিতে হবে । সব খাবার এঁটো করে খেতে দিতে হবে । এতে ছেলে পক্ষ বশিভুত হয়ে যাবে । এবং সেদিন বিবাহ করে নিয়ে যাবে অথবা পরে আবার খবর দিবে ।
এটা আমার নিজের পরীক্ষিত ১০০% কাজ হবে ।