স্তম্ভন মন্ত্রঃ
স্তম্ভন অর্থ
কাহাকেও স্তম্ভিত করা। এই বিদ্যা অতি গোপন । গুপ্ত বিদ্যা সমূহের মধ্যে
“স্তম্ভন” মন্ত্র ও প্রক্রিয়া আয়াস সাধ্য । গুরু সন্নিধানে এই বিদ্যা
শিক্ষা করিতে হয় । সাধক যদি সম্পর্নভাবে এই বিদ্যা আয়ত্ত করতে চাই তাহা হলে ।
তাহাকে অব্যশ্য গুরুর সাহায্য লইতে হবে। বই পুস্তুক দ্বারা আয়াত্তাধীন করার
প্রায়াস বৃথা । সাধকে অব্যশয় মনে রাখতে হবে যে স্তম্ভন ক্রিয়া প্রকৃতি বিরুদ্ধ কাজ
। গুরুর কৃপা ব্যাতিত প্রকৃতিবিরুদ্ধ কাজে হস্তক্ষেপ করিতে নাই ।
অগ্নি স্তম্ভন মন্ত্রঃ
অগস্ত্য পুষ্পনির্য্যাসং মহিষীপয়সা পিবেৎ ।
খাদেত নবনতঞ্চ জলাগ্নৌ নাব শ্বীদতি ।।
অনুবাদঃ অগস্ত
পুস্পের রস মহিষিদুদ্ধ বাঁ নবনী দ্বারা নিম্ন লিখিত মন্ত্রে সাতবার অভিমন্ত্রিত
করিয়া ভক্ষণ করিলে অগ্নিকে স্তম্ভিত করা যায়।।
মন্ত্র__ ঔ নম ভগবতে রুদ্রায়
কলস্যাদিদ্রব্যস্য
কলহপ্রিয়ে কলহংসধ্বনি ত্র্যহ্যেতি
স্বাহা ।।
বাক্য স্তম্ভন মন্ত্রঃ
হরিদ্রা দ্বারা ভূজ পত্রে মধ্যে ব্যাক্তির মুক্তিরূপ যন্ত্র অঙ্কন করিয়া পীত বণের সুতা দ্বারা উত্তম রূপে জড়াবে
এবং পীত পুস্প দ্বারা পূজা করিয়া শিলাদ্বয়ের মধ্যে রাখিবে । ইহাতে শত্রুর বাক্য স্তম্ভিত
হইবে । ক্রিয়াদি করিবার পূবে একশত আটবার অভিমন্ত্রিত করিয়া লইতে হইবে । অমুস্য স্থলে
শত্রুর নাম উল্লেখ করতে হবে।।
মন্ত্রঃ ঔ সহশ্বেতায় অমুকস্য শরং স্তম্ভন স্বাহা ।।