দেহ বন্ধন মন্ত্রঃ
দোওয়া আয়তল কুরছি বন্ধন কোরাণ,
বাহিরে ভিতরে হোক ছোবহান,
লোহা কি ঘর,তাম্বেকা কেওয়াড়,
সামনে ছাড়ি পয়গম্বর কা বাড়ী,
আমার শরীরের দিনের চারি প্রহর,
রাতের চারি প্রহর কিছু রাহি
দেখি খালি, বাহাক্কে হক লা এলাহা
ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসুলুল্লাহ।
এই মন্ত্রটি যে কেউ রোজ ফজরে তিনবার পড়িয়া আপন গায়ে ফু দিবে তাহার উপর রাতদিন আল্লাহ তায়ালার রহমত বরষিবে। সে কখন কোন ধোকায় পড়িবে না। দেও,পরী,ভুত,পেত্নী, ডাইন,যোগিনী তাহাকে দেখিয়া সকলে ভয়েতে ভাগিবে, কখনও তাহাকে সাপ বিচ্ছু শৃগাল কুকুর কামড়াইবে না এবং তাহার উপর বজ্রপাত পড়িবে না।
দোছরা বন্ধন
নাক বন্ধন, চক্ষু বন্ধন, হাত বন্ধন পা
আড়ে দিগে বন্ধন করি ষোল
কোশ জুরি,দোহাই আল্লার কেরামন
সাক্ষী থেক তুমি,ভুত প্রেত
ডাইন যোগিনী দেও পরী কাছে আসে
যত জন, নাহি যেন কাছে আসে
বন্ধ যতক্ষণ, রাত দিন অষ্ঠ প্রহর
বান্ধিলাম আমি, দোহাই আল্লার
কাতেবিন সাক্ষী থেক তুমি বাহাক্কে হক
লা এলাহ ইল্লাল্লাহ, মোহাম্মাদুর রাছুলুল্লাহ
নিয়মঃ এই দেহ বন্ধনটি যে কেহ মগরবের সময় প্রতি রোজ তিনবার পড়িয়া আপনার কিংবা অপর কোন লোকের উপর ফুক দিলে রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে তাহার কোন প্রকার আফত বালাই ঘটিবে না ছহি ছালামতে থাকিবে।
তেছরা বাড়ী বন্ধন
ঘর বন্ধন, দোর বন্ধন, উঠান বন্ধন আর,
বন্ধন করিনু আমি নামেতে আল্লার,
জেবরাইল, মেকাইল,এছরাফিল আর
আজরাইল আল্লার গোলাম।
হুকুমান বর্দ্দার,বাড়ীর চারি কোণে
ইহাদের রাখিয়া মৌজুদ,
আল্লা ও নবীর নামে ভেজিয়া দরুদ, বন্ধন করিনু আমি (ফলনার) বাড়ী,মেহের
করিবে আল্লা আপে পাক বারি,
এ বাড়ীর উপরেতে ভুত, প্রেত, ডাইন,
যোগিনী দেও দৈত্য যদি থাকে কেহ,
মারিয়া গোর্জ্জের বাড়ী দূর করে দে
এয়া এলাহি মাবুদ করিম
রহিম সাবুদ, বাহাক্কে হক এলাহা
ইল্লাল্লাহ মোহাম্মাদুর রাছুলুল্লাহ
নিয়মঃ যাহাদের বাড়ী বন্ধন করিবার বাসনা হইবে তাহারা শনিবার কিংবা মঙ্গলবারে
চারটি কালো ভাড় (ঘট)
চারটি লোহার পেরেক (কামারের দোকান থেকে বানিয়ে নিতে হবে)
সাত ঘাটের পানি (প্রতিটি ভাড়ে অল্প করে পানি দিতে হবে)
অফুলা শিমুল গাছের শিকড়
চারটি জবা ফুল (প্রতিটি ভাড়ে একটি করে দিতে হবে)
চারটি মানিকের কলা (প্রতিটি ভাড়ে একটি করে দিতে হবে)
কিছু সিন্দুর লাগবে।
সিন্দুর দিয়ে ভাড়ে তিনটা করে ফোটা দিতে হবে।
সাত পুর মাটি (যেমনঃ অচিন পুর, কমলা পুর,পাহাড় পুর এই মতো সাত পুরের মাটি)
এক গ্রামের মাটি।
এই সকল জিনিস জোটপাট করিয়া চারিভাগ করিয়া চারিটি ভাড়ে ভরিয়া উক্ত মন্ত্র তিনবার পড়িয়া এক এক ভাড়ের ভিতর ফু দিয়া মুখ ঢাকন চাপা দিয়া আচ্ছা করিয়া বন্ধ করিবে।। আর খানিক৷ সরিষার তৈল ভাড়ের গায়ে মাখাইয়া বাড়ীর চারি কোনে চার বার আজান দিয়া পুতিয়া দিবে। তাহা হইলে বাড়ী বন্ধ হইয়া যাইবে সেই বাড়ীর উপরে কখনও ভুত,প্রেত,ডাইন,যোগিনী, জ্বীন, পরী,দৈত্য কাহারও নজর লাগিবে না। সকল আপদ বালা হইতে নিরাপদে থাকিবে।