রাত কানার ইসলামি মন্ত্রঃ
মন্ত্রঃ দিবসে উজ্বালা দেখে রাতেতে আধার
সকলের জন্য ভালো বিপদ রাত কানার
চাঁদ সুরুজ নাশে আঁধার বিতরণী কিরণ
মহম্মদ নূর হতে চোখের রওশন।
চারটি কেতাব আর চার পয়গম্বর
খোদার রহমতে আর উহাদের ফজিলতে
রাত কানী ঘুচে যাক দেখুক চোক্ষেতে।
রাত কানা হোক ভাল জ্যোতি পাক তার
কসম আল্লাহর আর দোহাই খোদার। (৭বার)
নিয়মঃ যাদের রাতকানা রোগ হয়। রাতের সময়ে মোটেই দেখতে পায় না। তাদের উক্ত রোগ ভাল করার জন্য নিচের মন্ত্রটি কিছু মৃতের উপরে সাতবার পাঠ করে উক্ত ঘৃত রোগীর ব্রম্ম তালুতে দিবে এবং চোখে অন্যজনের মতো লাগাবে তিন দিন পর্যন্ত মর্জি খোদার ভাল হবে। এবং সুরমার উপর সাতবার পাঠ করে ফুক দিয়ে চোখে দিলে রাতকানা রোগ আরোগ্য হবে।
রাত কানার ঔষুধঃ
প্রথমে রবিবার দিন একটি মানিকের কলা সংগ্রহ করে রাখতে হবে। সন্ধ্যার সময় জোনাকিপোকা ধরে কলার মধ্যে জোনাকি পোকা দিয়ে রাত কানা রোগিকে তিন দিন তিনটি কলা খাওয়াতে হবে। ইনশাআল্লাহ রাতকানা রোগ ভালো হবে।