যাদু ও বান সম্বন্ধীয়
(১)
করাত করাত মিহিন করাত
পৃথিবী তিহিন করাত
আইতে কাটে যাইতে কাটে
সেবা দেবির সেবা কাটে
ঠাম ঠুমকে কাটে
বান কুপ জ্ঞান কাটে
হিংগুলি পিংগুলি কাটে
বাপে ডাকে মায়ে শুনে
শূন্যে আসন শূন্যে বাসন
শূন্যে করে ভর
যে শালায মারছে বান
তাহার গোহার ভিতর ভর
বান নাম হামা বান নাম শামা
যে পথে আইছত বান
সেই পথে শামলা
হুম আল্লাহ হুম
লাইলাহা ইল্লালাহু মোহাম্মাদুর রাসূল
হুম আল্লাহ হুম ছু (তিন দফা পড়িবে)
(২)
আকুলি সাকুলি গঙ্গা দেবি রাই
বান কাটা পানি পড়া পাইলি কোথায়
অরুদে পানি বর্মা লইল মাথে
মুত্তনে দিল পানি মহাদেবের হাতে
আদ্ধ আনল সাক্ষী থাকিও তুমি
ফলনার অঙ্গের ছয় কোটি
ছয় বান পানি পড়ায় কাটি
কার আইজ্ঞা হারির আজ্ঞা
গুরুর পাও সিদ্দীকি কররে
কালিকা চন্ডীর মাও
রাবন ছিল লংকাতে
ও জাতন লোহার জার
লক্ষন বলছে হনুমান
কাইটা দেও তুমি লোহার জার
যদি না কাটো লোহার জার
ত্রিশ কোটি দেবতার মাথা খাও
(৩)
ত্রিশ কোটি বান হাজারো কালাম,
বিছমিল্লাহ হরফ দিয়া কাইটা করলাম তামাম।
(৪)
কাল্লাহ বাল্লাহ আদম ছফিউল্লাহ
বিসমিল্লাহ , হা, যার বান কুজ্ঞান তারে গিয়া খা ,
নিয়মঃ মন্ত্র চারটি ভালো করে মুখস্থ করতে হবে। পৃথিবীর যত শক্তি শালি বান হউক না কেন আল্লাহর রহমতে ১০ মিনিটে ভালো করা সম্ভব।
প্রথমে নদীর পাকের পানি সংগ্রহ করতে হবে। উপরে প্রতিটি মন্ত্র তিনবার করে পড়ে প্রতিবার পানিতে ফু দিতে হবে। পড়া শেষ হলে উক্ত পানি রুগিকে খাওয়ায়ে দিতে হবে। এবং কিছু পানি শরীরে ছিটিয়ে দিতে হবে।
কেউ যদি গরুর দুধে বান মারে তাহলে একই নিয়মে পানি পড়ে গরুর দুধ ধুয়ে দিতে হবে। আল্লাহর রহমতে কিছুক্ষণের মধ্যে ভালো হয়ে যাবে।।
ছোট ছেলে মেয়ে যদি কোন কিছু দেখে ভয় করে তাহলে এই মন্ত্র দিয়ে পানি পড়ে দিলে ভালো হয়ে যাবে।
রাতে কোন জায়গায় যাওয়ার সময় যদি ভয় লাগে তাহলে মন্ত্র পড়ে বুকে ফু দিলে। কোন ভয় লাগবে না।
কারো যদি অন্য নিয়ম জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন
ধন্যবাদ
(মন্ত্র গুলো আমি নিজে পরিক্ষা করেছি)