Skip to content
- সব সময় সত্য কথা বলিতে হইবে । মিথ্যা কথা ভাল নয় ।
- পিতা মাতার কথা মতো চলাফেরা করিতে হইবে । পিতা মাতার দোয়ার দরকার । দোয়া ছাড়া কোন কাজেই ভালো ফল পাওয়া যায় না ।
- অন্যায় ভাবে অর্থ রোজগার করা যাইবে না । বেশি পয়সার দিকে খেয়াল করা উচিত নয় ।
- অন্যায় ভাবে আমার লিখিত তন্ত্রমন্ত্র খাটাইলে কোন প্রকার কাজ হইবে না ।
- উস্তাদ ও গুরুজনকে মান্য করিতে হইবে । গর্ব করা ভাল নয় ।
- প্রতেকটি মন্ত্র পাঠ করার আগে বিসমিল্লাহ বলিতে হইবে ।
- আল্লাহ ও রসূলের নাম সব সময় স্মরণ রাখিয়া কাজ করিতে হইবে ।
- সব সময় পাক পবিত্র অবস্থায় কাজ করিতে হইবে ।
- ন্যায় পথে মন্ত্র খাটাইলে অবশ্যই কাজ হইবে । অন্যায় পথে আল্লাহ রাজি থাকে না
- রবিবার ও বৃহস্পতিবার মন্ত্র পড়া সম্পূণরূপে নিষিদ্ধ ।সাপের কবিরাজী প্রতেক দিনই করা যায়।
- ছাগলের কানে মন্ত্র দিলে মন্ত্র কোন প্রকার কাজ হইবে না ।
- সাপে কাটা রোগীর কথা শুনা মাত্র রোগীর বাড়ী যাইয়া রোগীর চিকিৎসা করিতে হবে ।
- সাপে কাটা রোগীর চিকিৎসা করিয়া কোন প্রকার টাকা পয়সা লওয়া যাইবে না।
- মন্ত্রগুলি সম্পূর্ণরূপে অন্তরে বিশ্বাস করিতে হইবে ।বিশ্বাসে সব কিছু পাওয়া যায় ।
- গাছ গাছড়া চিনিয়া কাজ করিতে হইবে । কারণ বিভিন্ন জায়গায় এক গাছেরই বিভিন্ন নাম ।
- সর্বশেষ মুসলমান,হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান,দেশের প্রতেক জাতিই মন্ত্র দ্বারা কাজ করিতে পারিবেন । পানিতে নামিয়া পানির মধ্যে প্রশ্রাব করা নিষেধ ।