১। ভুত বাঁ ডাইনী তাড়ানোর মন্ত্রঃ
কাই যাইথুল রে হাড়িয়া বীর
হুংকার দিয়া আইলু ত ভাল করলু
শ্রীরামঙ্ক আঞ্জারে যেউ কাম করলু
মোর আঞ্জারে সেই কাম কর
দে খেদ দেবতা খেদ
মনি খেদ মসানি খেদ বাদি খেদ ভসগস্রি খেদ
লাগে খেদ জগ ধরা পগ ধরা
নিঃশ্বাসি কার আঞ্জায়
বড় বীর নরসিংহ গুরুর দোহাইতে
এই মন্ত্রে ফুক দিয়েছি সব ছারিয়া ।
নিয়মঃ এই মন্ত্র যথাযথ ভাবে উচ্চারন করে পা
থেকে মাথা পযন্ত নিনবার পাঠ করে ফু দিতে হবে ।
২। প্রথমে পড়িয়া লঙ্কা গেল হনুমান
জ্বালা গেল, মাথায় ব্যথা করি অনুমান।
চোখে মুখে দিলাম জ্বালা
গেল মাগি জ্বলে ।
যেখন থেকে এসেছিলে মা সেখানে যাও চলে ।
কার আঞ্জা মা মনসার আঞ্জা ।।
নিয়মঃ ৯টি লঙ্কা পুড়িয়ে রোগীর নাকের কাছে ও
মুখে দিতে হয় । যাতে রুগি ঘ্রান নিতে পারে ।।
৩। করাত করাত মহাদের করাত
আস্তে কাটে যেতে কাটে
ডান কাটে , যোগিনী কাটে
ভুত কাটে প্রেত কাটে দানা কাটে দক্ষিণা কাটে।
কে কাটে মহাদেব কাটে।
মহাদেবের আঞ্জায় আমি কাটি ।
শিঘ্র কাট । বাবাজি নসিংহের আঞ্জা । শিঘ্র
কাট ।। ২বার
৪। থরথর কাপি নন্দন কাপি ,
আয়রে ডরাই পায়রে ডরাই,
তেত্রিশ কুড়ি জুগান কাটি
তে কাটি, গুরু কাট, গুরু শিক্ষা আমি কাটি ।
তাহারি আঞ্জা তামরু দোহাই কাটিছে ।
৫। এ জড়াং বাধি বেজড়ং বাধি
দশ দুয়ার ভুত বাধি প্রেত বাধি
মড়া বাধি মশান বাধি বাধি অমুকের গা
অমুকের অঙ্গে যে করিবে ঘা
সাহেব সত্যি পীরের মুন্ডে পা
খালে বাম পা
কার আঞ্জা
সাহেব সত্য পীরের আঞ্জা
৬। আগে বাধলাম পিছে বাধলাম
ডাইনে বাধলাম বায়ে বাধলাম
নিজের গা বাধলাম । কে বাধায়…?
গুরু বাধায় । গুরুর আঞ্জায় মা বাধায় ।
কাহিরিঞা শিবঃ দুর্গাঃ দোহাই বেধে দাও ।
নিয়মঃ এটি একটি গা বাধা মন্ত্র । সাওতালদের
কাছ থেকে সংগৃহীত । কোন দিকে যেতে যেতে যদি রাত্রি হয়ে যায় এবং ভয় লাগে তাহলে এই
মন্ত্র দিয়ে নিজের গা বাধা যায় । এতে এতে ভুত প্রেত ডাইনি ইত্যাদির হাত থেকে রক্ষা
পাওয়া যায় ।
৭। অথ চালন মন্ত্রঃ
জয়ন্তী মঙ্গলা কালি ঘুরান ঘুরিয়ে এলি
মাটির হাড়ি ধর্মের চাক ও হাড়ী তুই গটা থাক ।
না ফাটিস না মড়িস চিড় ।
তোমাকে রক্ষা করিবেন হনুমন্ত মহাবীর।।
কার আঞ্জে _ বড় বীর বাপ হনুমন্তের আঞ্জে
শিঘ্র চল শিঘ্র চল শিঘ্র চল ।।
নিয়মঃ পূনিমার দিনে দয়া বৃক্ষের শিকড় তুলে
লুয়ের মস্তকে হাড়ির ভিতর দিলে ঐ মন্ত্র কার্যকারী হয় ।
৮।হাড়িতে লিখন মন্ত্রঃ
শিক্লবর্ণের মাটি ধবল বর্ণের পাটা,
এই মাটী না ফুটে না ফাটে না টুটে
কার আঞ্জা__ কাউরের কামাক্ষা মা হাড়ি ঝি
চন্ডির আঞ্জা
শীঘ্র ঘুরতে থাক , শিঘ্র ঘুরতে থাক, , শিঘ্র
ঘুরতে থাক,
নিয়মঃ হাড়ির চারিধারে ঘুরে মন্ত্রি লিখতে হবে
।
সেয়ার করে রেখে দিন কিছু দিনের
মধ্যে আপডেট করা হবে ।