(1)
অর্ধাঙ্গ (প্যারালাইসসি) রোগের নিরাময়ের মন্ত্র:
রাম রতি সিতা সতি
এই ঘি পড়িয়া দিলাম
ফলনার অর্ধাঙ্গের বিষ খেদাবেন মা হর পার্বতী
নিয়ম: মন্ত্রটা এক দমে নয় বার পড়ে পাচ বছরের পুরাতন ঘিয়ে ফু দিয়ে তারপর সেই ঘি দিনে পাচবার রুগির শরিরে মালিশ করতে হবে, তিন মাস অামিষ,টক ঝাল খাওয়া চলবে না
(2)
কালি কালামী নাম পরী স্বর্গ ছাড়ী,
মুন্ডু মালা গলে পরি
অামি যেন এই ঘি পড়া
চালান দিছি যা তুই স্বর্গে যা বেটি
যদি স্বগে না যাবি
শিবের মাথায় দুই পা মুছিবি
নিয়ম: উপরের একই নিয়ম
(3)
পূর্বে থিকা পশ্চিমে যা
থাকলে বিষ উজান ধা,
উজান থামে ভাটি যাবু
মা পদ্দার মাথা খাবু
(4)
অাল্লাহর হাতে ঢাল
মোহাম্মদের হাতে খারা
মা বরকত মাদারী মায়া
মা বরকতের হুকুম পাযা
(অমুকের) বাসুলি কাটিয়া
মুশকিল উদ্ধার হয়া যাইস
দোহাই লাগে হাসান হোসেনের
মাথা খাইস
নিয়ম: এই মন্ত্র পড়তে পড়তে রোগীর অাক্রান্ত অঙ্গে জিব্বা দিয়ে লোহন করতে হবে, এভাবে যতক্ষণ না সেই অঙ্গ সচল হযে ওঠে ততক্ষণ মন্ত্র পড়ে জিব্বা দিয়ে অঙ্গ লোহন করতে হবে
(5)
রাম রতী সিতা সতী
অমুকের রোগ বিষ
অাঠারো প্রকার বুড়ী বিষ
স্বর্গে নিয়া যা মা
হর পারবতী
দোহাই শিবের
নিয়ম: পুরোনো মাটির পাত্রে ঘি রেখে মন্ত্র পুত করে সেই ঘি মালিশ করতে হবে।
যোগাযোগ করুনঃ
imo & whatsapp no: 01828-370914