পিঠা নষ্ঠ করার মন্ত্র
আলো ধানের কালো পিঠা,
দুই বহিনে কোটে আটা।
কুমারের বাড়ীর চাক,
হাড়ির পিঠা হাড়িতে থাক।।
নিয়মঃ যে বাড়ীতে পিঠা তৈরি হচ্ছে সেই বাড়ির
পাশে গিয়ে উক্ত মন্ত্র তিনবার পাঠ করলে পিঠা নষ্ট হতে থাকে । এমন কি তার আর পিঠা
তৈরি হবে না।
পিঠা নষ্ট করার ২য় মন্ত্রঃ
আটা কুটি ধাপুর ধুপুর সর্ষে কুটি রাই,
এই আটার পিঠা যে বানাবে
তার ধর্মের দোহাই।।
নিয়মঃ পিঠা তৈরির সময় এই মন্ত্র তিনবার পাঠ
করে পিঠার উদ্দেশে ফু দিতে হবে ।
পিঠা নষ্ট করার ৩য় মন্ত্রঃ
আটা কোটে ধাপুর ধুপুর
পিঠা ভাজে ছাই
এই পিঠা নষ্ট হইবে
আল্লাহর দোহাই।
নিয়মঃ পিঠা ভাজার সময় এই মন্ত্র পড়লে আর পিঠা
উঠবে না । নষ্ট হয়ে যাবে।।