পরনারী বা পরপুরুষে আসক্তি নিবারণ মন্ত্রঃ

পরনারী বা পরপুরুষে আসক্তি নিবারণ মন্ত্রঃ
মাটির প্রদিপে থাকে সলতে
 ঝিক ঝিক করে 
জ্বলছে অগ্নি দীপটি 
মিট মিট করে 
জ্বলুক অগ্নির মতো 
জ্যোতির রূপেতে 
চঞ্চল ছাড়িয়া তার 
স্থীর হউক মন 
পর মানুষ ভুলিয়া 
নিজের ঘরে আয়।  
কার আজ্ঞে 
হারির ঝি চন্ডির আজ্ঞে।। 
নিয়মঃ স্ত্রী যদি পরপুরুষে আসক্ত হয় তাহলে।  শনি অথবা মঙ্গল বার সূর্য উঠার আগে মন্ত্রটি ৭বার পাঠ করে বালিশে ফু দিলে ভালো হবে।।  পুরুষের ক্ষেত্রে একই নিয়ম।।