বইয়ের নামঃ নেক্রোনমিকন” কালো জাদুর
বইয়ের পৃষ্ঠাঃ ৪৫২
নিরাপত্তার জন্য আমি নেটে ৪২ পৃষ্ঠা আপলোড করলাম।
নিচের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে।
আপনাদের কি মনে আছে, আলিফ লাইলার সেই অদ্ভুত অবিশ্বাস্য কালো জাদুগুলোর কথা, অথবা এভিল ডেডের সিনেমা (Evil Dead move) এর সেই কালো জাদুর বইটির কথা…? যেখানে অদ্ভুত সব কালো জাদুর মন্ত্র ছিলো আর সেগুলো পাঠ করা মাত্রই শয়তান জাগ্রত হয়ে উঠতো। ছোটো বেলাতে টিভিতে এসব দেখে জাদু সম্পর্কে কতকিছুই না ভেবেছি আমরা। কিন্তু কালো জাদু কি সেটা তখন বুঝতাম না। আসলেই তো, কালোজাদু কি? কালো জাদু বা Black Magic এমন একধরণের নেগেটিভ এনার্জি (Negative Energy) বা শয়তানি বিদ্যা যা প্রয়োগ করে কারো ক্ষতি বা উপকার করা যায়। কিন্তু সাধারণত মানুষ এগুলো দিয়ে ক্ষতিই করে থাকে। কথিত আছে, “নেক্রোনমিকন (Necronomicon)” নামে এরকমই ভয়ঙ্কর কালো জাদুর বই আজ থেকে হাজার বছর আগে একটা সত্যিই লেখা হয়েছিলো। যে বইতে লেখা ছিলো শয়তানি দুনিয়ার সমস্ত কালো জাদুর মন্ত্র। এটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রহস্যময় বই হিসেবে মনে করা হয়।
ছোট বেলায় মনে মনে বলতাম এই বইটি যদি আমার কাছে থাকতো। তাহলে আমিও যাদু করতে পারতাম এবং আমার কাছে বইটির পিডিএফ ফাইল আছে। কিন্তু যাদু করতে পারি না 😃 এবং বইটির লেখা কোন ভাষায় আমি বলতে এবং পড়তে পারি না। এবং এ-ও জানি না বইটি আসল নাকি নকল। বইটির পিডিএফ ফাইল আমি দিলাম ডাউনলোড করে দেখুন
বিঃদ্রঃ বইটি কেউ পড়তে পাড়লে কমেন্ট করে জানিয়ে দিবেন