প্রেমিকা বশিকরন করে বিবাহ করার নকশাঃ
যদি কোন যুবক কোন যুবতি নারীর রূপে গুনে মুগ্ধ হইয়া তাহাকে বিবাহ করিতে ইচ্ছা করে আর সে যুবতি রাজি না হয় তাহলে নিচের কারামতি নকশা খানা লিখিয়া ধুপ চন্দনের ধোঁয়া দিয়া মাদুলিতে ভরিয়া একটি গাছের ডালে এমন ভাবে বাঁধিয়া রাখিবে যেন বাতাসে উওক্ত তাবিজ খানা নড়া চড়া করে । আর তাবিজের মাঝখানে প্রেমিকের নাম ও তাহার পিতার নাম এবং প্রেমিকার নাম ও তাহার মাতার নাম লিখিবে । তাহা হইলে যখন এই তাবিজ খানা বাতাসে নড়াচড়া করিবে তখন প্রেমিকা পাগিলনীর মত ছুটিয়া আসিবে । তখন সুযোগ সুবিধা মত সময়ে উভয়ের বিবাহ কাজ সমাধা করিবে । তবে সাবধান নাজায়েজ পন্থায় এই তাবিজ ব্যাবহার করিবে না ।