নজর দোষের পানি পড়াঃ
আওল নাম খোদাকা দুওম নাম নবীর
চার ইয়ার, পাঁচ তন,আয়েত কোরান মজিদ
মন্ত্র শাহ সুলতানকা পানি পড়া
হর এক বালাকো দফা কারদে
খাড়া খাড়া দোহাই ধর্মকা তেরা
খোদায়ে পাক মোহাম্মদ রসূল
আপন করমছে করলে কবুল।
নিয়মঃ যাহাদিগের নজর দোষ হইয়াছে তাহারা ১টি ঘটি করিয়া পুষ্করিণী কিম্বা নদী হইতে শ্বাস বন্ধ করিয়া পানি আনিবে ও উক্ত মন্ত্র ৩বার পড়িয়া সেই পানি ফু দিয়া বিসমিল্লাহ বলিয়া পানি পিলাইবে।
নজর দোষ ভাল হইবার ঝাড়ন:
সোলেমান নবী আর হুদ পয়গম্বর
মোহাম্মদ নবী আর ঈসা পয়গম্বর
চারি ধারে চারি নবী রাখি চৌকিদার
অমুকের অঙ্গের বাউ ঝাড়ি বাতাস ঝাড়ি
কাটি ছুরির ধারে কার আজ্ঞে,
আল্লা ও নবীর আজ্ঞে, নাহি আসিস ফিরে।
নিয়মঃ যাহাদিগকে দেও, পরী, জেন আদি নজর দোষ হইয়াছে তাহাদের উক্ত মন্ত্র নয়বার পড়িয়া ফু দিবে এবং নজর আদি দফা হইবার ঔষুধ কোমরে বান্ধিয়া দিবে, তাহা হইলে খোদার ফজলে আফত বালাই দুর হইয়া যাইবে।