টিকটিকি ডাকার ফলাফল
অনেক সময় দেখা যায় যে,কোন শুভ কাজ উপলক্ষে কথাবার্তা বলার সময়,অথবা
কোন শুভ কাজে যাত্রা করার সময় টিকটিকি ডেকে উঠে। কতক লোক টিকটিকি ডাক শুনলেই উক্ত
কাজে বাধার সৃষ্টি হয়েছে বলে মনে করেন। আবার কেউ কেউ ইহাকে মোটে গুরুত্ব দেন না। এ উভয় প্রকার লোকের
ধারণাই সম্পূর্ণ ভুল। কেননা, টিকটিকি ডাকলেই যে বাধার সম্মুখীন হতে
হবে এমন কোন কথা নেই। আবার একে কিছু নয় বলেও সম্পূর্ণ উড়িয়ে দেওয়া ঠিক নয়। কেননা আল্লাহর ইঈিতেই
তো সমস্ত কিছু পরিচালিত হয়। পরম করুনাময় আল্লাহ তায়ালা তার বান্দাদের ভবিষ্যৎ
কাজের ফলাফল অবগত করার জন্য ইঈিত প্রদান করেন। সে অনুসারে টিকটিকি
ইঈিত প্রদান করে কোন দিকে টিকিটিকি ডাকলে কি ফল হয় নিম্নে তা দেওয়া হলোঃ
১। পূর্ব দিকে ডাকলে—>সুসংবাদ লাভ করবে।
২।
দক্ষিণ দিকে ডাকলে—> বিপদের ও শোক সংবাদ লাভের নমুনা মনে করবে।
৩। উত্তর দিকে ডাকলে—> শত্রু পরাজিত হবে ও মান সম্মান বৃদ্ধি পাবে।
৪। পশ্চিম কোনে ডাকলে—>
অমঙ্গল ও বিপদের লক্ষণ মনে করবে।
৫।
বায়ু কোনে ডাকলে—> সফলতা ও
লাভবান হবে।
৬। অগ্নি দিকে ডাকলে—> বিপদ ও ক্ষতির সম্ভাবনা আছে।
৭। নৈঋত দিকে ডাকলে—>
জগড়া বিবাদ বা কোন বিপদের নিশানা।