চোখের সম্যসা হলে কি করবেন দেখে নিন….

১।চোখে বাতাস লাগা/চোখ ওঠা ঝাড়ার মন্ত্রঃ


ইন্নাআতাইনা কাল কাউছার 

চোখের বিষ বেদনা 

বাতাসে নীল হয়ে যা।। 


নিয়মঃ মন্ত্রটি তিন বার পাঠ কারে চোখে ফুক দিলে চোখ ভালো হয়ে যাবে।। 



২।চোখ ওঠা সরানো মন্ত্রঃ 

  

মন্ত্রঃ আয় শুল কোনটে গেলু 

এই চোখ ঝাড়া দিমু 

আয় কালি কামিক্ষা দেবি 

তুই মোর মাও। 

 ওং স্বাহা সহায় হও মাও। 

চোখের বিষ দুরে যাও। 


নিয়মঃ হালকা গরম পানি দিয়ে চোখ মুছে মন্ত্রটি তিনবার পাঠ কারে ফু দিতে হবে।।  


৩।চুলকানি  হলেঃ

মন্ত্রঃঃ জরার বিষ জরির বিষ 

 উদের বিষ, উদরিয়ার বিষ,

লতার বিষ,লতির বিষ, লাল দরিয়ার বিষ,

নীল দরিয়ার বিষ ক্যাশের বিষ,

ক্যাশে আয়

 দোহাই আল্লা, দোহাই সোলেমানের দোহাই। 


নিয়মঃ মেয়েদের মাথার চুল ও চূন একত্রে চুলকানির জায়গায় তিনবার পাঠ করে ফুক দিতে হবে।।  তিন দিন লাগাতে হবে।।। 

৪। (ইয়া নূরু) আল্লাহর এই পবিত্র নামটি ৯/১১ বার পাঠ করে ফু দিলে.. চোখ ওঠা ভালো হবে..


৫। সুরা ফাতেহা ১১ বার পাঠ করে চোখে ফু দিলে চোখের ব্যাথা ভালো হযে যাবে…


  


চোখের যে কোন সম্যসা হলে উপরে আমল গুলো করলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে..