(১)
আপদ বিপদ থেকে রক্ষার মন্ত্রঃ
ঘটে পটে পবিত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর
তিনজন রহিলো অমুকের গর্ভের ভিতর।
অমুকের একগাছ লোম নিয়ে থুইছে
ব্রহ্মা বিষ্ণু শিব তিন ভাইর মাথা খাইছে।।
নিয়মঃ গোসল করবার পর মন্ত্রটি পাঠ করে বুকে ফু দিলে কেউ কোন ক্ষতি করতে পারবে না।।
(২)
মন্ত্রের গুন নষ্ট করার মন্ত্রঃ
ধরিম লোটা ধরিম ফোটা
কোথায় যাওরে হাওয়ার বিষ,
যেখানে বান্ধিস সেখানে থাক
গুরুর চরণ মাথায় রাখ।
নিয়মঃ এক নিঃশ্বাসে তিনবার এই মন্ত্র পাঠ করে বাম পা দিয়ে মাটিতে আঘাত করতে হবে।
(৩)
কলহ সৃষ্টিকারী মন্ত্রঃ
তিত্ত করলা নিমের পাত
বিষ ফুটুলি দিয়া তাত।
হাড়ীর হাড়েত খুটুং টুং
শিবের হাতের ঝাটা
এই কন্দন লাগিয়া দিল
নারদ মুনির বেটা।।
স্বর্গে থাকে নারদ মুনি
স্বর্গে দিলো ধনি
আইজ থাইকা অমুক অমুকে
লাগা খুনা খুনি
কার আজ্ঞে..?
হাড়ির ঝি চন্ডির আজ্ঞে।।
নিয়মঃ তিতো করলা নিমের পাতা ও বিষ কুটুলি একত্রে মন্ত্রপূত করে। যার মধ্যে ঝগড়া সৃষ্টি করতে চান তার বাড়ীতে জিনিস গুলো ফেলে আসতে হবে। সকালে ঝাড়ু দেওয়ার সময় মন্ত্রপূত জিনিসের সাথে ঝাড়ু স্পর্শ লাগার সাথে সাথে ঝগড়া সৃষ্টি হবে।
বিঃদ্রঃ কোন জায়গায় ঝগড়া হওয়া দেখলে সুরা কাওসার বেশি বেশি পাঠ করলে ঝগড়া থেমে যাবে।
(৪)
কুকুর তারানো মন্ত্রঃ
কুকুর মাথার পাক
তুই কুকুর মুই বাক
তুই কুকুর কষ্টে থাক।।
নিয়মঃ এই মন্ত্র এক নিঃশ্বাসে তিন বার পাঠ করে কুকুরের উদ্দেশ্য তিনটি ফু দিলে কুকুর চলে যাবে।
(৫)
কুকুরের কান্না বন্ধ করার মন্ত্রঃ
নাই গুড় গুড় নাইয়া মাটি
ও কুত্তা তোর কান্না কাটি।।
নিয়মঃ কনিষ্ঠ আঙুল ও বৃদ্ধা আঙুল একত্রে করে এক নিঃশ্বাসে তিনবার মন্ত্র পাঠ করলে কুকুরের কান্না বন্ধ হবে।।।
ধন্যবাদ