কাল মেঘ
![]() |
কাল মেঘ গাছ |
পরিচয়
এটি ১-৩ ফুট উচু হয়।
শাখাগুলি চতুকোন। পাতা ২-৩ ইঞ্চি লম্বা । বৃন্তদেশ ক্রমশ সরু, অগ্রভাগ সরু প্রধান
শিরা (পাতায়) ৪-৬টি । বোটা ক্ষুদ্র বাঁ ১-৪ ইঞ্চি লম্বা। ফুল ছোট এক একটি হয়।
বর্ষার শেষ থেকে শীতকাল পর্যন্ত ফল ও ফুল হয়।
জম্মস্থানঃ
সমগ্র ভারতবর্ষে পাওয়া
যায়।পশ্চিমবঙ্গ,আসাম,হাওড়া,হুগলী, ২৪পরগনা,মেদিনীপুর,বাকুরা,শিবপুর,বেটানিক্যাল গার্ডেন,আসাম
।
বিভিন্ন নামঃ
সংস্কৃতঃ–
মহাতিত্ত,কিরাত, বাংলাঃ– কালমেঘ, হিন্দিঃ– কিবিরাত,মহাতিতা, তামিল
ও তেলেগুঃ– নিলোভেমু , মহারাষ্ট্রঃ–
ওলিকিরাতা, ইংরেজিঃ– andrographis paniculata of wall , Arab–
Qusabuzzarfh.
লক্ষনসমূহঃ
মন বার বার ভুল হয় । কোন কথা মনে রাখতে পারে না, অন্য মনস্ক ভাব, মনে উৎসাহ
থাকে না, কারো সঙ্গে কথা বলতে চায় না, সামান্য কারনেই ক্রোধ হয় ।
মস্তকঃ– মাথা ভারী ,
বিশেষ করে বিকেলের দিকে। মাথায় যন্ত্রনা, আলস্য । ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা ।
নাসিকাঃ– মনে হয় নাকের
মধ্যে কিছু আছে। নাক, খোটে, নাক দিয়ে পাতলা পানি বের হয় ।
চক্ষুঃ– হলুদ বর্ণ,
চোখ দিয়ে পানি পড়ে , ঝাপসা দৃষ্টি, দেখতে কষ্ট হয় ।
মুখ
মন্ডলঃ– মুখের চেহারা হলুদ বর্ণের ফ্যাকাসে ভাব ।
জিভঃ– জিভ হলদে,
জিবের স্বাদ তিত্ত, থুথু আঠার মতো, মুখ থেকে দুর্গন্ধ ছাড়ে ।
পাকস্থলীঃ– যকৃৎ ও
পিত্তকোষের ক্রিয়ায় ব্যাঘাত হেতু কামলা রোগ । পিত্তশুল বেদনা , পেটে বাযু হয় ,
যকৃৎ ও প্লীহাবর্ধিত । আহারে অনিচ্ছা ও সেই সঙ্গে দুর্বলতা , ক্রিমি ।
প্রসাবঃ– হলদে ঘোলাটে
। পরিমান অল্প ফেনাযুক্ত।
পায়খানাঃ– কঠিন, সাদা,
শক্ত ও ভেড়ার নাদির মতো । মাটির মতো কখনো কখনো মলের রং মলদ্বারে জ্বালা ।
শ্বাসযন্ত্রঃ– নিশ্বাস নিতে কষ্ট দীর্ঘ শ্বাস, বুকের ডান দিকে বেদনা কাশি
বুকের মধ্যে ঘড় ঘড় শব্দ হয়। বিকালের দিকে স্বরভঙ্গ।
পৃষ্টদেশঃ– পিঠের ডান
দিকে বেদনা , ঘাড় আড়ষ্ট ।
হস্ত-পদাদিঃ– হাত পায়ে বেদনা । দুর্বলতা, চলতে কষ্ট , হাত পা ঠান্ডা, হাটু
ও গোড়ালিতে বেদনা, হাত পা হালকা মনে হয় ।
চর্মঃ– গায়ে চুলকানি
। চামড়া শুকনা ও পীতবর্ন । বেদনাদায়ক ব্রণ বা পূজবটি, দুর্গন্ধ যুক্ত হয়।
হোমিওপ্যাথিকঃ– মাদারটিংচার
(Q) ৫-১০ ফোটা দিনে ২বার ।
tag…
কালমেঘ গাছ in
english,কালো মেঘ,কালোমেঘ খাওয়ার নিয়ম,কালমেঘ হোমিও ঔষধ,কালমেঘ কোথায় পাওয়া যায়,থানকুনি গাছের উপকারিতা,কালমেঘ সিরাপ এর উপকারিতা,চিরতা গাছ,