ভালবাসার মানুষকে কোন ভাবে নিজের করা যাচ্ছে না। তখন এই নকশা খাটিয়ে কাজ করলে সফল হওয়া যায় ।
নিয়মঃ শনিবার / মঙ্গল বার এই নকশা মোট ৮ টা অংকন করতে হবে ।
১। ১টা নকশা জালালি (এক রংগের) কবুতরের গলায় বেঁধে উঠে দিতে হবে ।
২। ৬টা নকশা ছয়টা পুরাতন কবরে পুতে দিতে হবে ।
৩। ১টা নকশা তাবিজে ভরে আগুনের তাপে রাখতে হবে ।
৪। একটা নকশা সবচেয়ে বড় গাছে ঝুলিয়ে রাখতে হবে ।
প্রেমিকা বা প্রেমিক যত দূরে থাক না কেন ২১ দিনের মধ্যে ছুটে হাজির হবে অথবা মোবাইলে যোগাযোগ করবে ।