কড়ি চালান মন্ত্র শিখুন

কড়ি চালান মন্ত্রঃ 
ওঁ ওঁ ওঁ পিঁ লিং লং জং
ওঁ রাং ঘং কং খং প্রীং।।
অয়ং ঝং হং ভং মং নমঃ। 
ঙং দং ক্লং অং অঃ নমঃ।।
দুর্গা দুর্গা বলে কড়ি পেতে দিলাম তোরে
দুর্গা দুর্গা বলে কড়ি চলে যা রে দূরে
যেখানে আছে খল বাসুকির বস্ততি
অমুকের দংশিয়া সুখে করিছে বসতি।। 
গাছে থাক,গর্তে থাক,থাক গিরিশিরে।
বসে জঙ্গলে থাক,থাক কোন্ কোন্ ঘরে।।
আকাশে বাতাশে থাক,থাক বা পাতালে।
শত্রুর কোলে থাক, থাক বা সাগরের জলে
দূর্গা নাম মহামন্ত্রে করি অভিষেক।
পাঠাই কড়ি তোরে করি পাষানের রেখ
দংশনকারি বিষধর নাগে আন টেনে
তক্ষকে এনেছিলেন সনক এই মন্ত্রগুনে।।
চল যা চলে যা উড়ে যা সেখানে 
প্রহরের মধ্যে অরি আন বেগে টেনে
যা চলে জয় মা দূর্গা বলে।।
নিয়মঃ এক ডাকে বাজার থেকে তিনটি কড়ি কিনবে।  তারপর উপরের মন্ত্র পাঠ করিয়ে ঐ কড়ি তিনটিকে একটি সিন্দুরের (#কবিরাজি-pdf-বই) কৌটায় রাখিয়া ঢাকনা বন্ধ করিবে।  এবার ঐ কড়ি-সহ সিন্দুর কৌটা কোন জলাশয়ে নিক্ষেপ করিবে। এই রূপ করিলে কিছুক্ষনেরর মধ্যেই সাপ আসিয়া পড়িবো। এবং সাপের শরীরে তিন জায়গায় কড়ি আটকিয়া থাকি।  সাপ এসে রুগিকে  যে খানে দংশন করেছিলো পূনরায় দংশন করিবে এবং সমস্ত বিষ তুলে নিবে এবং সাপের শরীরের কড়ি আপনা আপনি খুলে যাবে।।  মন্ত্র ভক্তি সহকারে মহেশ্বরিকে স্বরন করে পাঠ করতে হবে। 
অমুক স্থলে রুগির নাম বলতে হবে।।।।