আগুন সাধনের মন্ত্রঃ
হুংকার আলী ,
আমার এই আগুনের তেজ ।
ঠান্ডা করে দাও ব্রজত আলী ।।
নিয়মঃ উপরোক্ত মন্ত্রটি ১৪ দিনে মুখস্ত করতে
হবে । উক্ত ১৪ দিন মাছ মাংস খাওয়া নিষেদ । নিরামিশ খাইতে হবে । ঘরে বসে মন্ত্র
শিক্ষা করতে হবে । মন্ত্র মুখস্ত হওয়ার প্রায় শেষ হয় তখন সাপ আসার সম্ভবনা আছে ।
কাজেই শেষের দিন অর্থ্যৎ ১৪ দিনের দিন ঘরের চারিদিকে চারটি বাটি ও চারজন লোক
পাহারা দিবে । যদি পাহারা ভেদ করে সাপ ঘরে ঢুকে তবে মন্ত্র শিক্ষা কারি খুব সাবধানে থাকিবে ।
যাতে সাপ মাথায় আঘাত করতে না পারে । পা সাপের দিকে আগিয়া দিবে সাপ পায়ের মধ্যে
একটি ছোবল দিয়ে চলে যাইবে । তৎক্ষনাত থুথু দিয়া বিষ নামানো মন্ত্র দ্বারা থুরু বুরু দিবে । সাপের বিষ কার্যকর হবে না । ভয়ের কোন কারণ নাই ।
বিঃদ্রঃ নিজ গুরুর অনুমতি নিয়ে এই মন্ত্র
সিদ্দি করবেন । কিছু হলে এই সাইটের এডমিন দায়ি নয় ।।